পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালী হাওয়া, দুই-এর গেরোয় শীত অধরা দক্ষিণবঙ্গে
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। যা জম্মু কাশ্মীর পার্বত্য অঞ্চলের পাদদেশে তৈরি করেছে বিশাল এক দেওয়াল।
ফল সরূপ গোটা উত্তর ভারতে শীতের কামড় থাকলেও সেই ঠান্ডা উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে।
মরার ওপর খাঁড়ার ঘা বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া পূবালী হওয়া। যা উষ্ণতা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গকে।
আবার এই পূবালী হাওয়ার সঙ্গে ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়। পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরসহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। আজ ও কাল তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা চন্ডিগড়ে। ঘন কুয়াশার সর্তকতা রয়েছে উড়িষ্যাতেও।