দুঃসংবাদ! আগামি ২ দিন দক্ষিণে তীব্র দহন, চাঁদিফাটা গরম কলকাতায়
তীব্র গরমে নাজেহাল বাংলা। পূর্বাভাস বলছে, আগামি ২ দিন কলকাতাবাসীর জন্য অপেক্ষা করে আছে হাঁসফাঁস গরম।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণে তীব্র দহন জারি থাকবে। আগামি ২ দিন চাঁদিফাটা গরম পড়বে কলকাতায়।
পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়াতে পারে।
প্রবল গরমের সঙ্গেই থাকবে তীব্র আপেক্ষিক আর্দ্রতা। যারফলে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিসূচক। প্যাঁচপেচে ঘাম হবে।
তবে দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।