Weather: চলতি সপ্তাহেই কলকাতায় ১৫-য় পারদ, এবছর রাজ্যে কোল্ড ওয়েভ নিয়ে বড় আপডেট...
অয়ন ঘোষাল: সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। কলকাতায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল।
উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। ১০ ডিসেম্বর মঙ্গলবার দার্জিলিং-কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর। এর প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিমে তুষারপাত এবং বৃষ্টির প্রভাব সমতলে পড়বে ৮ ডিসেম্বর রবিবার। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে।
ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম রাজ্যে। কোল্ড ওয়েভ কম হতে পারে এবছর। তাপমাত্রার পতনও এই মরশুমে অন্যান্য বছরের তুলনায় কম হবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে বলেই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।