Bengal Weather Update: ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতাও?

Soumita Mukherjee Sun, 23 Jun 2024-4:02 pm,

সন্দীপ প্রামাণিক: রবিবার আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । 

 

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সহ গাঙ্গেয় এলাকায় আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর্দ্রতা বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে । 

 

অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় ২৪ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে । আগামী ২৫ থেকে ২৭ তারিখ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও, পশ্চিমের জেলাগুলিতে আগামী ৫ দিনে বর্ষা প্রবেশ করবে। 

 

আগামী ৪ - ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা। 

 

অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলবে। দক্ষিণবঙ্গে এখনও জুন মাসে ঘাটতি রয়েছে । ২০২৩ এও এই পরিস্থিতি ছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link