কলকাতা সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ফের নামবে পারদ
সন্দীপ প্রামাণিক : বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও জেলায়। আর বৃষ্টি শুরু হলেই নামবে পারদ। যদিও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক এবং মেঘলা আবহাওয়া থাকবে। শুধুমাত্র পূর্ব দিকের জেলাগুলি- পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হবে।
১৫ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
১৬ ও ১৭ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস। পূর্বাভাস বলছে, ১৮ ও ১৯ তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
এই পরিস্থিতি ২০-২১ তারিখ পর্যন্ত বজায় থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ১৬ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা হাওয়া থাকবে।
তবে কলকাতায় একটানা বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। থেমে থেমে হবে। পূর্বাভাসে আলিপুরের আবহাওয়াবিদ সৌরিস বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, বৃষ্টি শুরু হলে তাপমাত্রা ৪ ডিগ্রি কমে যাবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে দমকা হাওয়া থাকবে। ১৬ তারিখ থেকে ২০-২১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বজায় থাকবে।