Weather Update: আগামিকাল থেকেই বৃষ্টি দুই বঙ্গে, বাড়বে তাপমাত্রা!

Mon, 29 Jan 2024-6:34 pm,

অয়ন ঘোষাল : এই মুহূর্তে আমাদের রিজিয়নে কোনও ওয়েদার সিস্টেম নেই। তবে একটি সিস্টেম তৈরি হতে চলেছে।  আগামিকাল থেকে ঝাড়খন্ড এবং তার সংলগ্ন এলাকায় অক্ষরেখা। পাশাপাশি উচ্চ চাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে। 

 

ফলে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।  এর মধ্যে আনুপাতিক হারে বেশি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

 

৩০ তারিখ বিকেলের পর বৃষ্টি শুরু হতে পারে। ৩১ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলা সহ কলকাতায়। 

 

১ এবং ২ তারিখে নদিয়া এবং তার সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই অসময়ের বৃষ্টির প্রভাব সবজি চাষে পড়বে। 

 

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামিকাল দার্জিলিং, কালিম্পং এবং ৩১ তারিখ ও ১ তারিখ ওপরের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। 

 

কলকতায় আপাতত পরিষ্কার আকাশ। রাতের পর আকাশ মেঘলা হবে। আগামিকাল বৃষ্টির সম্ভাবনা। ৩১, ১ এবং ২ তারিখ কলকাতায় মেঘলা আকাশ ও তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

 

তাপমাত্রা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী ২ দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।  কলকাতার ক্ষেত্রে ৩১ তারিখের মধ্যে রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link