নিম্নচাপের জেরে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে, `প্রবল দুর্যোগে`র আশঙ্কা!
নিজস্ব প্রতিবেদন : রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তার জেরেই উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলবে অতি ভারী বৃষ্টি।
পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৬ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে খুবই সামান্য।
উল্টোদিকে আজও উত্তরবঙ্গে দার্জিলিং সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলা দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়ার কিছু অংশে।