Weather Update: আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, ভরা কোটালে ফের জলোচ্ছ্বাসের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: ইয়াস পরবর্তী আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থেকে শীঘ্রই স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। আজ থেকেই বৃষ্টি (Rain) বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)। কাল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও সক্রিয় হবে।
শুক্রবার বা শনিবার ভোরের মধ্যেই নিম্নচাপের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা (Monsoon)। রবিবারের মধ্যেই রাজ্যের অধিকাংশ জেলায় বর্ষা ঢুকে পড়বে।
শুক্র ও শনিবার কলকাতায় (Kolkata) ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain) দেওয়া হয়েছে। আজ কলকাতায় স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম তাপমাত্রা। ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের কাছাকাছি।
নিম্নচাপের ফলে তুমুল বৃষ্টির সঙ্গে অমাবস্যার ভরা কোটালের প্রভাব রয়েছে। যার জেরে সমুদ্রে ফের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।