কলকাতায় এখনই ৩০ ছাড়াল তাপমাত্রা, মাঝ ফেব্রুয়ারিতেই ঊর্ধ্বমুখী পারদ
নিজস্ব প্রতিবেদন : এখনও সরস্বতী পুজো হয়নি। ভ্যালেন্টাইনস ডে কাটেনি। তবে দীর্ঘ মেয়াদি ইনিংস খেলে কলকাতা থেকে কার্যত বিদেয়ের পথে শীত। ফেব্রুয়ারির মাঝ মাঠেই তাপমাত্রার পারদ ছাড়াল ৩০ ডিগ্রি।
রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও কলকাতায় দিনভর গরমের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় দিনের তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে সামান্য শীতের আমেজ অনভূত হয়। তবে সকাল হতেই ফের কুয়াশার জেরে ঊর্ধ্বমুখী পারদ। পূর্বাভাস বলছে, দিনের বেলায় গরম অনুভূত হবে কলকাতায়। আংশিক মেঘলা আকাশের জেরে একটা গুমোট ভাব থাকবে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। কোনও বৃষ্টি হয়নি।
তবে কলকাতায় কার্যত গরম পড়ে গেলেও, জেলায় আরও কয়েকটা দিন শীত শীত ভাব থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।