Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকুটি, বছরের প্রথম উইকেন্ডেই বাড়বে উষ্ণতা!
সন্দীপ প্রামাণিক: আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানাম, মঙ্গলবার দার্জিলিং কালিম্পংএর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের হালকা সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি।
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। এর ফলেই বছরের প্রথম উইকেন্ডে উষ্ণতার ছোঁয়া।
কাল শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আগামী ২৪ ঘন্টায় বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের দুই তাপমাত্রাই বাড়বে।