পশ্চিমী ঝঞ্ঝায় বাধা উত্তুরে হাওয়া, ভরা পৌষেও চড়ছে উষ্ণতার পারদ
ভরা পৌষের ভেলকি দেখাচ্ছে শীত। বিগত চারদিনে সবমিলিয়ে ৬ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় ২ ডিগ্রিরও বেশি। এর ফলে শীতের ন্যূনতম আমেজটুকুও উধাও।
আজ থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা চলবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গে ঢুকছে না।
উত্তর পশ্চিম ভারতে ২৪ ঘণ্টা পর থেকে পারদ নামার সম্ভাবনা। আগামী কয়েকদিনে পাচ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পূর্বাভাস আবহাওয়া দফতরের।