ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? `তিতলি` ডরাবে না সে হাওয়া?
তিতলির জেরে পুজোর মজা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু বাঙালির পুজো উন্মাদনার সামনে বেশিক্ষণ টিকতে পারল না সে। পঞ্চমী থেকেই হাওয়া বদল হচ্ছে বঙ্গে।
পঞ্চমী অর্থাত্ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেখা মিলতে পারে সূর্যের।
তবে বাতাসে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপটি সরে গিয়েছে উত্তর-পূর্বে। তার ফলে আবহাওয়ায় উন্নতি হবে।
ষষ্ঠী থেকেই রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলতে পারে বলে পূর্বাভাস।
অর্থাত্ নতুন করে বিপত্তি না হলে ষষ্ঠী থেকে দশমী বৃষ্টির চোখরাঙানি ছাড়াই পুজোর আমেজ নিতে পারবে বাঙালি।
তাহলে আর টেনশন থাকল না। বেরিয়ে পড়ুন বাঙালির শ্রেষ্ঠ উত্সবের স্বাদ চেটেপুটে নিতে।