West Bengal election 2021 : শ্রাবন্তী-পায়েলের সঙ্গে মিঠুনও BJP-র তালিকায়? তারকা থেকে দলবদলু, সম্ভাব্য প্রার্থী কে কে?
নিজস্ব প্রতিবেদন : আজ সন্ধ্যাতেই পরবর্তী ২ দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। এখনও পর্যন্ত শুধু প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আজ ঘোষণা করা হতে পারে দ্বিতীয় ও তৃতীয় দফার প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা চূড়ান্তকরণ বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। যে দলে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, নিশীথ প্রামাণিক। ইতিমধ্যে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে শুরু হয়ে গিয়েছে বৈঠকও। বৈঠকে উপস্থিত রয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী। ছিলেন অমিত শাহ। যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীরও। এখন সম্ভাব্য তারকা প্রার্থী হিসেবে কার কার নাম উঠে আসছে? দলবদলুদের মধ্যে কাদের কাদেরই বা প্রার্থী করা হতে পারে?
বিজেপির তারকা প্রার্থী হিসেবে হিরণ ইতিমধ্যেই খড়্গপুর সদর থেকে টিকিট পেয়ে গিয়েছেন। বাকি সম্ভাব্য তারকা প্রার্থীদের দলে রয়েছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, যশ দাশগুপ্ত, বনি সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, অঞ্জনা বসু, রিমঝিম মিত্র, সুমন বন্দ্যোপাধ্য়ায়। এখন খড়্গপুর সদর ছাড়াও যেসব আসনে বিজেপি তারকা প্রার্থী দিতে পারে বলে শোনা যাচ্ছে, তারমধ্যে রয়েছে বসিরহাট দক্ষিণ, বারাসত, বেহালা পশ্চিম, কসবা, শ্যামপুকুর, টালিগঞ্জ প্রভৃতি।
এমনকি কানাঘুষোয় এও শোনা যাচ্ছে যে, প্রথমে 'না' বললেও, বিজেপির হয়ে শেষপর্যন্ত নাকি ভোটে দাঁড়িয়ে যেতে পারেন 'জাত গোখরো' মিঠুনও। জোর জল্পনা চলছে এই নিয়ে। সূত্রের খবর, মিঠুন নাকি বলেছেন যে সঠিক জায়গা থেকে প্রস্তাব এলে ভেবে দেখবেন! কৈলাস বিজয়বর্গীয়ও ইঙ্গিত দিয়েছেন যে দলে মিঠুনকে নিয়ে ভাবনাচিন্তা চলছে! মিঠুনের দাঁড়ানোর প্রসঙ্গে সেক্ষেত্রে শোনা যাচ্ছে ২টি কেন্দ্রের নাম। এক, হয় শ্যামপুকুর। দুই, নয়তো টালিগঞ্জ। এখন শ্যামপুকুর আসনের নামই বেশি উঠে আসছে মিঠুন প্রসঙ্গে। অন্যদিকে আরেকপক্ষ বলছে, মমতা বন্দ্যোপাধ্য়ায় যদি টালিগঞ্জেও দাঁড়ান, তাহলে হয়তো মিঠুনকে সেখানেও টিকিট দেওয়া হতে পারে!
এ তো গেল সম্ভাব্য তারকাপ্রার্থী ও সম্ভাব্য কেন্দ্রের কথা, এখন বিজেপির বাকি সম্ভাব্য রাজনৈতিক প্রার্থীর তালিকায় কে কে রয়েছেন, কোথা থেকে তাঁরা দাঁড়াতে পারেন, চলুন দেখে নেওয়া যাক- শমীক ভট্টাচার্য (রাজারহাট-গোপালপুর), সায়ন্তন বসু (দমদম বা দুর্গাপুর পশ্চিম), রাজু বন্দ্যোপাধ্য়ায় (কামারহাটি বা দুর্গাপুর পূর্ব) সঞ্জয় সিং (মধ্য হাওড়া), উমেশ রায় (উত্তর হাওড়া)।
সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন দলবদলুরাও। রয়েছেন শুভ্রাংশু রায় (বীজপুর), পবন সিং (ভাটপাড়া), সুনীল সিং (নোয়াপাড়া), শীলভদ্র দত্ত (খড়দা), চন্দ্রমণি শুক্লা (ব্যারাকপুর), সব্যসাচী দত্ত (বিধাননগর), দুলাল বর (বাগদা), শীতল সর্দার (সাঁকরাইল), রাজীব বন্দ্যোপাধ্যায় (ডোমজুড়)। সেইসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি ও কর্নেল দীপ্তাংশু চৌধুরীকেও পশ্চিম বর্ধমানের কোনও আসন থেকে টিকিট দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।