West Bengal Election 2021: `হেলান দিয়ে আছি, পড়ব না,` সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র

Subhankar Mitra Tue, 30 Mar 2021-6:18 pm,

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) শেষবেলার প্রচারে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গাইলেন জাতীয় সঙ্গীত। 

১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার আগে এ দিন শেষ দিনের প্রচারে অন্তিম জনসভা ছিল টেঙ্গুয়া মোড়ে। ওই জনসভায় হুইল চেয়ারে ভাষণ দেন মমতা (Mamata Banerjee)। 

ভাষণ শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা। দলীয় নেতারা মমতাকে (Mamata Banerjee) জানান, 'আপনি চলে যান। তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হবে।'

রাজি হননি মমতা (Mamata Banerjee)। তিনি জানিয়ে দেন, উঠে দাঁড়াবেন। কোনও সমস্যা হবে না। দলনেত্রীর নির্দেশ অমান্য করার সাধ্য কারও হয়নি!       

সুব্রত বক্সী, দোলা সেন ও নিরাপত্তারক্ষীর সাহায্যে কার্যত এক পায়ে ভর করেই উঠে দাঁড়ান তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। সেই নন্দীগ্রামে চোট পাওয়ার পর হুইল চেয়ার ছেড়ে এই তাঁকে উঠে দাঁড়াতে দেখলেন কর্মী-সমর্থকরা। 

তাঁকে ধরে রাখলেও মমতা (Mamata Banerjee) বলেন,'হাত জোড় কর। আমাকে ধরতে হবে না। আমি ঠেসান দিয়ে আছি। পড়ব না।'    

জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবার হুইল চেয়ারে বসে পড়েন। অনেকের মতে, এক পায়ে দাঁড়িয়ে যন্ত্রণা নিয়েও জাতীয় সংগীত গাইলেন। দেশভক্তির পাঠ পড়ালেন। 

গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিযোগ করেছিলেন, ৪-৫ জন ধাক্কা দেওয়ায় গাড়ির দরজায় পা চেপে গিয়েছে। গতকাল সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তৃণমূল নেত্রী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link