গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ মমতা প্রশাসনের
গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্ৰেফতার এর নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিস সুপারদের তিনি এই নির্দেশ দিয়েছেন।
একই নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মারও। তিনি আজ আলিপুর বডি গার্ড লাইনে কলকাতা র সব ওসি ও ডিসিদের নিয়ে বৈঠক করেন।
গুজব ছড়ানো দমন করতে কড়া পদক্ষেপ করছে মমতার প্রশাসন। কী কী পদক্ষেপ করা হচ্ছে?
বাড়ি বাড়ি লিফলেট বিলি হবে।
মাইকে প্রচার চালানো হবে।
এলাকায় নতুন লোক নজরে এলে থানায় জানানোর জন্য অনুরোধ করা হবে
জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিস লিয়াজো করে চলবে
স্থানীয় ক্লাবের সঙ্গে নিয়ে কাজ করতে হবে
গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্ৰেফতার করতে হবে
কাশ্মীরের মানুষের ওপর আক্রমণ হচ্ছে কিনা তার নজর রাখা এবং হলে দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করবে পুলিস