GBBC: দেশ জুড়ে করা পাখি সমীক্ষায় প্রায় ৫০০ প্রজাতি নিয়ে শীর্ষে পশ্চিমবঙ্গ! জেনে নিন এগিয়ে কোন জেলা...

Soumitra Sen Wed, 01 Mar 2023-4:13 pm,

ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে চালানো হয়েছে এই গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট বা GBBC সমীক্ষা। সমীক্ষায় সারা ভারতে মোট ১০৬৮ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে।

এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ৪৯৩ টি প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। যা সারা ভারতের মধ্যে প্রথম।

পাখিপ্রজাতির বৈচিত্র্যে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে উত্তরাখন্ড ও অরুণাচল প্রদেশ। এই দুই রাজ্যে পাওয়া পাখি প্রজাতির সংখ্যা যথাক্রমে ৪২৭ ও ৪০৭। 

এরপর রয়েছে যথাক্রমে অসম (৩৯৭), কর্ণাটক (৩৭৩), গুজরাট (৩৬২)।  এই তিন রাজ্যে পাখপাখালির বসবাস কম নয়। 

পক্ষী বৈচিত্র্য বিশ্বে কলম্বিয়া ও ইকুয়েডরের পরেই রয়েছে ভারত। অর্থাৎ রয়েছে তৃতীয় স্থানে। 

আর পশ্চিমবঙ্গের মধ্যে শীর্ষে কোন জেলা? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সর্বাধিক প্রজাতির (২০৩) পাখি পাওয়া গিয়েছে!

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link