WB Lok Sabha Election 2024: `ভোট দাও খেয়ে যাও, বাড়িতে প্যাকেট করে নিয়ে যাও`, দুই ফুলেরই বাজি ঘুগনি-মুড়ি-আলুরদম!

Mon, 13 May 2024-3:39 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জমিয়ে চলছিল খাওয়া-দাওয়া। গরম আলুরদমের সঙ্গে মুড়ি। কিন্তু বাধ সাধল পুলিস। কমিশনের নির্দেশিকাকে অমান্য করে বুথের ১০০ মিটারের মধ্যে বুথ ক্যাম্প ও রান্নাবান্নার আসর বসিয়েছিল শাসকদলের কর্মী সমর্থকরা। 

পুলিস গিয়ে তাদের সরিয়ে দেয়। পূর্ব বর্ধমানের মেমারির নিমো এসএসকে ভোটগ্রহণ কেন্দ্রের ১৩৬ নম্বর বুথে ১০০ মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বুথ ক্যাম্প বসিয়েছিল। সঙ্গে ছিল মুড়ি আর আলুরদম। 

একই ছবি বীরভূম জেলার মুরারই ব্লকের রামচন্দ্রপুর এলাকাতেও। একদিকে ভোট চলছে, অন্যদিকে তার ৫০ মিটারের মধ্যেই চলছে ব্যাপক খাওয়া-দাওয়া। 

 আয়োজনে রয়েছে চা, বিস্কুট থেকে ঢালাও ঘুগনি-মুড়ি। আয়োজন করেছে তৃণমূল পার্টি। 'ভোট দাও খেয়ে যাও, বাড়িতে প্যাকেট করে নিয়েও যাও'। বলছেন তৃণমূল কর্মীরা।

শুধু তৃণমূল নয়, বিজেপিও বিতরণ করছে ঘুঘনি-মুড়ি! সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ব্যানার ঝুলছে উপরে। আর তার ঠিক নীচে বিতরণ হচ্ছে মুড়ি আর ঘুগনি। ভোটারদের ডেকে ডেকে ঘুগনি মুড়ি দেওয়া হচ্ছে। ওই এলাকায় তৃণমূলের বিরুদ্ধেও একই অভিযোগ। 

পূর্ব বর্ধমানের মেমারির পাশাপাশি দুর্গাপুর ফরিদপুরের ইছাপুর এলাকায় নির্বাচন কমিশনের বিধি লংঘন করে মুড়ি-ঘুগনি বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ  বিজেপি এবং তৃণমূল দুই দলের বিরুদ্ধেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link