Loksabha Election 2024: ভোটকর্মীদের `অস্ত্র`! কমিশনের দেওয়া কিটে কী কী থাকছে?
সুতপা সেন: ভরা গরমে লোকসভা নির্বাচন। তাই ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ ব্যাবস্থা করছে কমিশন।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার ভোটকর্মীদের জন্য তাই বিশেষ মেডিক্যাল কিট কমিশনের।
কমিশনের তরফে সেই মেডিক্যাল কিটের একটি প্যাকেট দেওয়া হবে ভোটকর্মীদের।
কী থাকছে সেই কিট-প্যাকেটে? প্যাকেটে থাকছে জ্বর, সর্দি-কাশি, পেটের অসুখের ওষুধ। থাকছে মশার ধূপ ও হ্যান্ড স্যানিটাইজারও।
কিটে থাকছে ১০ ট্যাবলেটের ১ পাতা প্যারাসিটামল ৫০০, ১০ ট্যাবলেটের ১ পাতা মেট্রানিড্যাজোল ৪০০, ১০ ট্যাবলেটের ১ পাতা অ্যান্টাসিড, ২০.৫ গ্রামের ৬ পাতা ওআরএস।
থাকছে ৪টে ব্যান্ড-এইড, ২৫ মিলিগ্রামের ১ প্যাকেট তুলো, ৪ সেন্টিমিটার X ৪ মিটারের ১টি ব্যান্ডেজ, ১৫ মিলিলিটারের ১ ফায়াল মারকিউরোক্রোম সলিউশন (লাল ওষুধ)।
সেইসঙ্গে ২ জোড়া মশার ধূপ ও ১ বোতল হ্যান্ড স্যানিটাইজারও থাকছে ওই কিটে।