Rachna Banerjee: ২ মাস ঠা ঠা গরমে প্রচার-ভোট! চুল আর ত্বকের যত্ন নিয়ে চিন্তায় রচনা?
বিধান সরকার: প্রচণ্ড গরম এখন। ভরা চৈত্রের সেই গরমেই ভোট প্রচার চলছে জোর কদমে। ভোট প্রায় ২ মাস পর ২০ মে।
এখন থেকেই প্রচারে বেরিয়ে তাই এই গরমে ডাবের জল আর ফলেই ভরসা হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের।
রচনা জানান, "খুব গরম লাগছে ঠিক-ই। তাই একটু ফল ডাবের জল খাচ্ছি। হালকা খাবার আর ফল খাচ্ছি। জল বেশি খাচ্ছি।"
ওদিকে এই গরমে প্রচার! কীভাবে নিজের ত্বক আর চুলের যত্ন নিচ্ছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী?
ত্বক ও চুলের যত্নের ব্যাপারে রচনা বলেন, "২ মাসের জন্য অত ভাবলে হবে না। ২ মাস পর সব যত্ন নেব।"
তবে গরম ও রোদের তাপ থেকে বাঁচতে নির্বাচনী প্রচার কর্মসূচিতে সুতি বা শিফনের পাতলা শাড়ির সঙ্গে ফুল-হাতা ব্লাউজ-ই বেছে নিয়েছেন তৃণমূল প্রার্থী।
ওদিকে এই গরমে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের ভরসা পান্তা আর মুড়িতে।
লকেটের কথায়, তাঁর অত নিয়ম মানার ব্যপার নেই। পান্তা ভাত, মুড়ি-বাতাসা সব খাচ্ছেন।