ইয়াসের দাপটে অগ্নিমূল্য বাজার! নাভিশ্বাস মধ্যবিত্তের
ইয়াসের তাণ্ডবে অগ্নিমূল্য বাজার। সবজির দাম আকাশছোঁয়া। শিয়ালদা কোলে মার্কেট থেকে কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজ থেকে শাকসবজি সব কিছুরই দাম বেড়েছে।
১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা কেজি হয়েছে পটল। পেঁয়াজ ২০-২৪ থেকে বেড়ে ২৮-৩০ টাকা কেজি। কেজি প্রতি বেগুনের দাম বেড়ে হয়েছে ৩৬ টাকা।
ব্যাবসায়ীরা বলছেন, ঝড়ের দাপটে সমস্ত শাকসবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে গিয়েছে। আগামী দিনে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
কাঁচালঙ্কা ৩৮-৪০ টাকা থেকে বেড়ে একলাফে ৫০ টাকা। টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা। উচ্ছেও পৌঁছেছে ৪০ টাকা প্রতি কেজিতে।
একই সঙ্গে ব্যবসায়ীরা বলছেন, শহরের অন্যান বাজারে খুচরো হিসেবে এই সবজির দাম আরও বেশি।
ঝড়ের ফলে এমনিতেই ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়েছ। তার উপর সবজির অত্যাধিক মূ্ল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।