হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভের জের, লোকাল চালাতে রেলকে চিঠি রাজ্যের
নিজস্ব প্রতিবেদন: হাওড়া স্টেশনে যাত্রী-বিক্ষোভ। তার জেরে লোকাল ট্রেন চালাতে রেলকে বৈঠকে বসার প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব এইচকে দ্বিবেদী জানালেন, কোভিড বিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালাতে চায় রাজ্য সরকার।
এ দিন সন্ধেয় লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা। জিআরপি ও আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় যাত্রীদের। তাঁদের দাবি, করোনা পরিস্থিতিতে ট্রেন না চলায় সঙ্কটে পড়ছেন তাঁরা। যাতায়াতের খরচ বেড়ে দিয়েছে। সবই যখন খোলা তখন লোকাল বন্ধ কেন? অভিযোগ, বিক্ষোভ থামাতে যাত্রীদের উপরে লাঠিচার্জ করে রেল পুলিস।
ওই বিক্ষোভের পর রেলকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ওই চিঠিতে লেখা হয়েছে, 'শুধুমাত্র রেলকর্মীদের জন্য ট্রেন চালাচ্ছেন আপনারা। এটা দুর্ভাগ্যজনক। সরকারি কর্মীরা ও বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে স্টেশনে বাহিনী ব্যবহার করা হয়েছে। তা নিন্দাজনক।'
মেট্রোর উদাহরণ দিয়ে চিঠিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ ও সঠিকভাবে মেট্রো চালাতে সহযোগিতা করেছে রাজ্য সরকার। কোভিড বিধি মেনে বিশেষ ট্রেনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকাল ও দুপুরে লোকাল ট্রেন চালানো যেতে পারে। বিধি মেনে যাতে ট্রেন চালানো যায়, সে বিষয়টি আমরা বসে ঠিক করে নিতে পারে।
মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই দিনের বিভিন্ন সময় ভাগ করে লোকাল ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। বাংলাতেও ট্রেন চালাতে আগ্রহী রেল। পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে ট্রেন চলবে, তার ঠিক করতে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে দু'বার চিঠি দিয়েছিল তারা। তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি বলে দাবি করেছিল রেল। এবার যাত্রী বিক্ষোভের পর বৈঠকে বসতে চাইল পশ্চিমবঙ্গ সরকার।