`হুমকি দিচ্ছেন মমতা!` তৃণমূল নেত্রীর মন্তব্যে কড়া পদক্ষেপ কমিশনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্য নির্বাচন কমিশন।
সিউড়িতে নির্বাচনী প্রচারসভা থেকে অনুব্রতকে 'ধমকে চমকে' ভোট করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার জেলা প্রশাসনের কাছ থেকে সেই ভিডিও সংগ্রহ করে দিল্লিতে নির্বাচন সদনে পাঠাচ্ছে কমিশন। সূত্রের খবর, স্বতঃপ্রণোদিতভাবেই এই ভিডিও পাঠাচ্ছে কমিশন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিউড়ির সভায় বিজেপির বিরুদ্ধে অনুব্রতকে রণকৌশল বাতলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই সভায় তিনি বলেন "কেষ্ট ওরা পিছনে লাগবে। তুমিও একটু একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই করবে।"
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছে গেরুয়া শিবির।