বিকল্প শক্তির সন্ধান নয়, দূষণমুক্ত বাসযোগ্য পরিবেশ গড়ার উপায় খুঁজছে পড়ুয়ারা
নেতাজী ইনডোর স্টেডিয়ামে রাজ্য ছাত্র-যুব বিজ্ঞান মেলা শুরু হল রবিবার থেকে। বিজ্ঞান মেলায় এ দিন উপস্থিন ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দার্জিলিং থেকে সুন্দরবন— প্রায় ৮০ হাজার ছাত্রছাত্রী বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সক্রিয় অংশগ্রহনের পর ছাত্র-যুব বিজ্ঞান মেলায় যোগ দেওয়ার ছাড়পত্র পেল।
স্টেডিয়াম জুড়ে প্রদর্শিত প্রায় শ’দুয়েক মডেলের ৯০ শতাংশই ছিল পরিবেশ ও পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়ে।
পৃথিবীর প্রাণীকূলকে বাঁচাতে দূষণমুক্ত বাসযোগ্য পরিবেশের গুরুত্ব বুঝতে শিখেছে দেশের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা। তাই দূষণের ফলে পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন তারাও।
পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীর প্রাণীকূলকে বাঁচাতে তাই নানা রকম বিকল্প সামনে এনেছে ছাত্র-যুব বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা।