Patna Howrah Vande Bharat: এবার বাংলা পাচ্ছে আরও ২টি বন্দে ভারত, জেনে নিন চলবে কোন রুটে

Fri, 22 Sep 2023-8:30 pm,

ইতিমধ্যেই ৩টি বন্দে ভারত পেয়েছে পশ্চিমবঙ্গ। গতি, সাচ্ছন্দ নিয়ে খুশি যাত্রীরা। এবার আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ২৪ ও ২৬ সেপ্টেম্বের নতুন ২ বন্দে ভারতের দেখা মিলবে হাওড়া স্টেশনে। এনিয়ে বিস্তারিত জানিয়েছে রেল। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়

নতুন ২ বন্দে ভারত এক্সপ্রেস চলবে রাঁচি-হাওড়া ও পাটনা-হাওড়া রুটে। সপ্তাহে ৬ দিন চলবে পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন। একমাত্র বুধবার পাওয়া যাবে না পাটনা-হাওড়া বন্দে ভারতকে। ট্রেনটি সকাল ৮টায় পাটনা থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়

হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ৩টে ৫০ মিনিটে। পাটনায় ট্রেনটি পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে। ট্রেনটিতে রয়েছে ৮টি এসি চেয়ার কার। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাটনা-হাওড়া বন্দে ভারত উভয়পথে চলাচল শুরু করবে ২৬ সেপ্টেম্বর। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়

ট্রেনটি পাটনা থেকে ছেড়ে যেসব স্টেশনে থামবে সেগুলি হল পাটনাসাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জোসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর। ট্রেনটি হাওড়া থেকে পাটনা যেতে সময়ে নেবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়

অন্যদিকে, রবিবার চালু হচ্ছে রাঁচি-হাওড়া বন্দে ভারত। রাঁচি থেকে ছেড়ে ট্রেনটি মুড়ি, ঝালদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম, খড়গপুর হয়ে হাওড়া পৌঁছবে। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link