Bengal Weather: শক্তিশালী নিম্নচাপের ভ্রূকুটি বাংলায়! একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
অয়ন ঘোষাল: ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় শক্তিশালী নিম্নচাপ দেখা দিচ্ছে। যার জেরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বাড়ছে। এর ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৪ থেকে ২০ মার্চের মধ্যে। বিশেষত,বুধবার থেকে শুক্রবার রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবার সম্ভাবনা।
দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ারে মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আগামীরাল থেকে হাওয়া বদলও হতে পারে। ১৫ ই মার্চ বুধবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তনের সম্ভবনা রয়েছে। বুধবার থেকে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আছে।
বুধবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।