Bengal Weather: মাটি পুজোর বাজার, ভয়ংকর দুর্যোগের পূর্বাভাস বাংলার আকাশে
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে আমাদের রাজ্যের উপকূলে আছড়ে পড়বে আগামী ৪৮ ঘন্টায়।
আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী জেলায়। শনিবার এই নিম্নচাপ বাংলার আরও কাছে চলে আসবে।
তার ফলে শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান।
১ তারিখে পশ্চিমের জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে। ২ তারিখের পর থেকে ৩,৪,৫ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্র ও শনিবার হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা এবং নদীর জল স্তরও বৃদ্ধি পাবে।
এমনকি কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ফের এক দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে বাংলায়।