Bengal Weather Update: বঙ্গে বর্ষার প্রবেশ, পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা! ভিজবে কলকাতাও?
১২ই জুন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। গত ২৪ ঘন্টায় উপরের পাঁচটি জেলা-সহ মালদাতে সব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের ৫টি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার; কোচবিহার; জলপাইগুড়িতে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে। ছোট শহরগুলিতে জল জমে যাওয়ার ও সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে।
উপকূলবর্তী ও সন্নিহিত উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘন্টায় একটু বেশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষা কবে আসবে আবহাওয়া দফতরের তরফ থেকে এই মুহূর্তে কোনও খবর নেই।