Weather Today: স্বস্তির বৃষ্টি বঙ্গে, বুধবার থেকে শুরু কালবৈশাখী
ঝাড়খণ্ড বিহার সীমান্তে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত।
এই ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বুধবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় দুপুরের পর বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আজ দুপুরের পর থেকে শুক্রবার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে এক অথবা একাধিক কালবৈশাখির সম্ভাবনা।
কোলকাতায় আজ মরশুমের প্রথম কালবৈশাখির সম্ভাবনা। আগামি ৪৮ ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখির অনুকূল পরিস্থিতি।
কোলকাতায় তাপমাত্রার সামান্য পতন ঘটেছে। মঙ্গলবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ডিগ্রি। কাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে ২৮.১ ডিগ্রি হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায়।