৪৫ রানে শেষ! অবাঞ্ছিত রেকর্ড গেইলদের
টি-২০ ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসাবে ধরা হয় ওয়েস্ট ইন্ডিজকে। সেই তারাই কি না মাত্র ৪৫ রানে অল-আউট!
সেন্ট কিটসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ তে লজ্জাজনক হার হজম করতে হল ক্রিস গেইলদের। প্রথমে ব্যাট করে ১৮২ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জবাবে উইন্ডিজ শেষ হয়ে যায় মাত্র ৪৫ রানে।
টেস্ট খেলিয়ে দেশ হিসাবে টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের অবাঞ্ছিত রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ।
১৩৭ রানে এদিন জিতল ইংল্যান্ড। টি-২০ ক্রিকেটে রানের বিচারে যা কিনা সব থেকে বড় জয়।
এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে ইনিংস গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের। টি-২০ ক্রিকেটে ওটাই ছিল কোনও দলের সব থেকে কম স্কোর। এদিন তাদের থেকে মাত্র ৬ রান বেশি করল উইন্ডিজ।