EXPLAINED | Shani Sade Sati 2025: কী এই ভয়ংকর শনির সাড়ে সাতি? বিশদে জানুন এই দশার মেয়াদ-পর্যায়, কেন এত নির্মম নিদান!
শনির মহারাজ রেয়াত করেন না কাউকে। ভুল করলে পেতেই হবে আপনাকে শাস্তি। পালানোর কোনও পথ নেই। কর্মফল ও ন্যায়ের দেবতার বিচার ভয়ংকর থেকে ভয়ংকরতম। শনি দেবের দেওয়া নির্মম নিদানের সব দিক তুলে ধরা হল এই প্রতিবেদনে। আর এদিনের চর্চার বিষয় শনির সাড়ে সাতি।
'শনির সাড়ে সাতি'- এই শব্দবন্ধেই শুরু হয়ে যায় থরহরিকম্প! সকল গ্রহের মধ্যে সবচেয়ে ধীরগামী শনি। প্রতি রাশিতে শনি মহারাজের অবস্থানের মেয়াদ প্রায় আড়াই বছর। আর এই সময়ে শনি দেব প্রতি রাশির জাতক-জাতিকাদের কর্মফলের শাস্তি দেন। শনির বিচারে নেই কোনও মায়া-মমতার স্থান। তাঁর বিচার নির্মম। ঠিক এই কারণেই মানুষ ভয়ংকর ডরায় শনির সাড়ে সাতি দশাকে।
শনির সাড়ে সাতি দশা সাড়ে সাত বছর ধরে চলে। পুরোটাই নির্ধারিত হয় শনির রাশি ভিত্তিক অবস্থানের ভিত্তিতে। শনি গ্রহ যখন যে রাশিতে প্রবেশ করে, শুধু সেই রাশিতেই সাড়ে সাতি দশা শুরু হয় না। পূর্ববর্তী ও পরবর্তী রাশিও এই দশায় ঢুকে পড়ে। শনিদেব চন্দ্র থেকে দ্বাদশ ঘরের যাত্রা পথে শনির সাড়ে সাতি চলে। জ্যোতিষশাস্ত্র বলে, অকালে মৃত্যু না হওয়া প্রতিটি মানুষের জীবনে শনির সাড়ে সাতি দশা ন্যূনতম তিন বার আসে। প্রতি ৩০ বছর অন্তর শনির সাড়ে সাতি দশার মুখে পড়তেই হয়। তিন পর্যায়ে চলে শনির সাড়ে সাতি দশা। আড়াই বছরের তিনটি পর্যায়ে যা বিভক্ত।
শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়ে শুধুই আর্থিক কষ্ট থাকে না। আপনার জীবনে ভর করে আলস্য। আপনি যে কোনও কাজেই আগ্রহ হারিয়ে ফেলেন। তা করতে একদমই ভালোলাগে না। এমন কিছু ঘটলে বুঝে নিতে হবে আপনার জীবন চলছে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়ের ভিতর দিয়ে। শরীর-স্বাস্থ্যের যেমন অবনতি ঘটে, তেমনই আদালতে বা হাসপাতালে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়।
সাড়ে সাতি দশার দ্বিতীয় পর্যায়ে জাতক-জাতিকাকে কর্মক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে হয়। পরিবারেও লেগে থাকে অশান্তি। এমনকী প্রচুর পরিশ্রমেও মেলে না কোনও ফল। যা নিঃসন্দেহে হতাশাজনক!
শনির সাড়ে সাতি দশার তৃতীয় পর্যায় তুলনামূলক ভাবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের তুলনায় কম ক্ষতিকারক। শেষ দশায় আর্থিক ও শারীরিক কষ্ট দেন শনিদেব।