কথা রাখলেন নমো, পুলওয়ামার পর কী বলেছিলেন প্রধানমন্ত্রী?
পুলওয়ামার হামলার পর মুখ খুলতে শুরু করেছিল বিরোধীরা। প্রশ্ন উঠছিল, প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুসপ্তাহ পেরানোর আগেই নিয়ন্ত্রণরেখার ওপারে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। আর কথা রাখলেন নরেন্দ্র মোদী। রাত জেগে গোটা অভিযান দেখলেনও। দেখে নিন ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী-
দেশের সব মানুষ উত্তেজিত। সকলেরই রক্ত ফুটছে। কিন্তু দেশের মানুষের সেনার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।
পুলওয়ামায় বীর শহিদ জওয়ানদের বলিদানের বদলা নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল।
কখন, কোথায় এবং কীভাবে হামলা চালানো হবে, সেটা সেনাবাহিনীই ঠিক করবে।
অপরাধীরা তাদের কাজের শাস্তি অবশ্যই পাবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে।
সন্ত্রাসবাদী সংগঠন ও তাদের মদতদাতাদের বলে দিতে চাই যে তারা বড়সড় ভুল করে ফেলেছে। আমাদের প্রতিবেশী দেশ এখন বিচ্ছন্ন হয়ে গিয়েছে। এই ঘৃণ্য ষড়যন্ত্র করে যদি তারা মনে করে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করবে, তাহলে তারা বড় ভুল করছে।