ক`দিন পরেই নতুন বছর; ২০২২ সাল নিয়ে কী বলে গিয়েছেন Nostradamus?

Soumitra Sen Sun, 26 Dec 2021-7:31 pm,

আপনি বিশ্বাস করুন বা না করুন, ফরাসি দার্শনিক নস্ত্রাদামুস নানা বিষয়েই নানা পূর্বাভাস করেছেন। যা নিয়ে আজও মানুষ বিস্মিত হন। হয়তো মজাও করেন কিন্তু এড়িয়ে যেতে পারেন না এই মানুষটিকে।

এই ২০২২ সাল নিয়ে ঠিক কী বলে গিয়েছেন নস্ত্রাদামুস? আপনি এই বছরে নতুন কী প্রত্যাশা করতে পারেন?

একেবারে অক্ষরে-অক্ষরে মিলিয়ে দেওয়ার বিষয় নয় এটা। তবে এমন কিছু বিষয় তিনি বলে গিয়েছেন, যা নিয়ে আজও আমরা ভাবনাচিন্তা করতে পারি। যেমন এ বছর কোনও গ্রহাণু আছড়ে পড়তে পারে পৃথিবীতে!

আসন্ন বছরে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হবে। এর জেরে পৃথিবীর কোনও কোনও অংশে অনাহার দেখা দেবে। থাকবে ক্ষুধার্ত মানুষের ভিড়। 

সব চেয়ে আশ্চর্যের কথা এই যে, এই ২০২২ সালে পৃথিবীকে অধিকার করবে রোবট-সভ্যতা। 'আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স' তথা কৃ্ত্রিম বুদ্ধিবৃত্তির রমরমাও তিনি অনুমান করেছিলেন। আজ এলন মাস্ক যা করছেন, তা কী ভাবে অনুমান করলেন নস্ত্রাদামুস?

সব চেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী হল-- ইউরোপের যুদ্ধ। নস্ত্রাদামুস বলেছেন, এ বছরে নাকি যুদ্ধ লাগতে পারে পাশ্চাত্যে! তৈরি হতে পারে অর্থনৈতিক সঙ্কট।

জলবায়ু পরিবর্তন ঘটবে। তা হচ্ছেও। বিশ্বের তাপমাত্রা বাড়ছে। কোরাল রিফ নষ্ট হচ্ছে। প্রকৃতির নানা দিকে পরিবেশগত নানা সমস্যা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link