বিজেপির হারে কে কী বললেন?
রমন সিং: আমার নেতৃত্বেই লড়েছে বিজেপি। তাই এই পরাজয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি।
চন্দ্রবাবু নাইডু: জয়ীদের অভিনন্দন। জয়ের জন্য কে সি আর কে-ও অভিনন্দন।
কে চন্দ্রশেখর রাও: আমি জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেব।
নবীন পট্টনায়ক: স্বামীনাথন কমিটির রিপোর্টের সুপারিশকে উপেক্ষা করা ও কৃষকদের ঋণ সমস্যাকে গুরুত্ব না দেওয়াতেই এই হার।
রামচন্দ্র গুহ: ভারতীয় রাজনীতির একটাই নিয়ম। সেটা হল এর কোনও নিয়ম নেই।
রজনীকান্ত: পাঁচ রাজ্যের ফলই বলে পরিষ্কার বলে দিচ্ছে, শাসক দল জনপ্রিয়তা হারাচ্ছে। এটা বিজেপির কাছে বড় ধাক্কা।