Virat Kohli Ranji Trophy Return: কোহলিময় কোটলায় হইহই কাণ্ড, ১৩ বছর পর রাজা ফের রঞ্জিতে! খেলার লাইভ-স্ট্রিম কি হবে?

Wed, 29 Jan 2025-3:52 pm,
Virat Kohli Ranji Trophy Return

এক-দু'বছর নয়, প্রায় ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি! ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১৪ ও ৪৩ রান করেছিলেন বিরাট। উভয় ইনিংসেই ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছিলেন তিনি।

 

 

When is Virat Kohlis Delhi vs Railways Ranji Trophy 2024-25 match?

আগামী বৃহস্পতিবার অর্থাত্‍ ৩০ জানুয়ারি দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে। ঘাড়ে চোটের কারণে আগের ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলেননি তিনি। যদিও প্রায় ছয় বছর পর রঞ্জিতে দিল্লির হয়ে ফিরেছিলেন ঋষভ পন্থ। অরুণ জেটলি স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে এই স্টেডিয়ামের বর্তমান নামকরণ হয়েছে। তবে আজও পুরনো নাম ফিরোজ শাহ কোটলাই অনেক বেশি জনপ্রিয় মানুষের কাছে। ফলে কোটলা বললেও কোনও ভুল হবে না। 

BCCI New Rules

কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। ভারতীয় দলে উঠে গিয়েছে তারকা পুজোর রীতি। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিতের মতোই ফ্লপ হয়েছিলেন কোহলিও। দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই কার্যত লাইফ-লাইন দিয়েছে রো-কো জুটিকে! রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। 

 

যতই কোহলি অফ ফর্মে থাকুন না কেন, যতই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠুক না কেন, অনুরাগীদের কাছে তিনি যে 'ভক্তের ভগবান'! সাধারণত রঞ্জি ট্রফিতে ম্যাচে বা প্র্যাকটিসে সমর্থকের ভিড় থাকে না। মিডিয়াও থাকে হাতেগোনা। কিন্তু নামটা যে কোহলি, ফলে আলোড়ন তো হবেই। অটোগ্রাফ থেকে শুরু করে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও হাজির ছিলেন দ্বিগুণ। 

 

বিরাট কোহলি অনুশীলনে। ফলে নিরাপত্তাও বাড়াতে হয়েছে দিল্লি পুলিসকে। এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, ম্যাচের আগের দিন অরুণ জেটলি স্টেডিয়ামের বীরেন্দ্র শেহওয়াগ গেটের বাইরে মিডিয়ার ভিড় দেখে স্থানীয় পুলিস চমকে গিয়েছিল। সাব ইন্সপেক্টর ফোন করে তাঁর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে নিরাপত্তা বাড়ানোর আর্জিও করেছেন। এসআই প্রদীপ রানা বলেন, 'দেখুন স্যার আমরা এখানে মাত্র দু'জন আছি। আজ কিন্তু বেশি নিরাপত্তা লাগতে পারে। আরও কয়েকজনকে পাঠিয়ে দিন।' বোঝাই যাচ্ছে একেবারে কোহলিময় কোটলায় হইহই কাণ্ড

বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫! অস্ট্রেলিয়ায় বারবার অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে উইকেট দিয়ে এসেছেন তিনি। কোহলি নিজেও কিন্তু ফর্মে ফিরতে মরিয়া। গত সোমবার দলের সঙ্গে যোগ দিয়ে লাগাতার অনুশীলন করছেন কোহলি।

নাম প্রকাশ না করার শর্তে এক বিসিসিআই আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জিও সিনেমা খেলার সরাসরি সম্প্রচার করবে। দিল্লির বাইরের বিরাট কোহলির একজন ভক্তেরও চিন্তার কারণনেই। তাঁরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে সরাসরি দেখতে পারবেন।' বিসিসিআই-এর নিয়ম অনুযায়ীএকটি প্রিমিয়ার ম্যাচ টিভি এবং স্ট্রিমিং অ্যাপে সরাসরি সম্প্রচারিত হয়। এই রাউন্ডে কর্ণাটক-হরিয়ানা ম্যাচ লাইভ দেখানো হবে। কারণ সেখানে খেলছেন ভারতীয় দলের আরেক স্টার কেএল রাহুল।

 

রেলওয়েজের বিরুদ্ধে বিরাট কি নেতৃত্ব দেবেন? উত্তর না, ডিডিসিএ-র এক কর্তা এই প্রসঙ্গে বলেন, 'আমরা বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম যে, ও রেলওয়েজের বিরুদ্ধে দিল্লিকে নেতৃত্ব দেবে কিনা? তবে বিরাট জানিয়েছেন যে, আয়ুশকেই অধিনায়ক রাখা হোক। যদিও ঋষভ পন্থ কিন্তু দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link