৪ সৈকতকে জুড়ে বাংলার মেরিন ড্রাইভ কবে হবে, অপেক্ষায় দিঘাবাসী
সুতপা সেন- মুখ্যমন্ত্রীর ইচ্ছায় মুম্বাই মেরিন ড্রাইভের ধাঁচে দিঘায় গড়ে উঠতে চলেছে মেরিন ড্রাইভ।
দিঘা থেকে কাঁথি পর্যন্ত ২৯ কিমি দীর্ঘ মেরিন ড্রাইভ তৈরির কাজ চলছে।
৩টে ব্রিজের মাধ্যমে একাধিক সৈকতকে জুড়ে তৈরি হচ্ছে এই মেরিন ড্রাইভ।
ব্রিজ তৈরি করছে পূর্ত দপ্তর। রাস্তা তৈরি করছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি।
৩টি ব্রিজের মাধ্যমে জোড়া হচ্ছে দিঘা, শংকরপুর, তাজপুর ও মন্দারমনি।
৩টে নদীর উপর তৈরি হচ্ছে এই ৩টি ব্রিজ। চম্পা নদীর উপর ব্রিজ দিয়ে জোড়া হচ্ছে নয়াখালির সঙ্গে শঙ্করপুর।
জলধা নদীর উপর ব্রিজ বানিয়ে জোড়া হচ্ছে মন্দারমনিকে।
আর সৌলা নদীতে তৈরি হচ্ছে অন্য একটি ব্রিজ।
মেরিন ড্রাইভ তৈরি করতে বরাদ্দ হয়েছে ১০০ কোটি।
তবে দু'বছর ধরে কাজ চললেও কবে তার শেষ হবে তা এখনও অনিশ্চিত।