লর্ডসের ঐতিহাসিক মাঠে ঘটে যাওয়া এই স্মরণীয় ঘটনাগুলো মনে আছে?
জাহির খান চোট পাওয়ায় বল করলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১-তে ওই ম্যাচের দুই ইনিংসে ১০ ওভার বল করেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি।
ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসনের বাউন্সার মুখে লাগে অজি ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের। সালটা ২০০৫।
১৯৭১-এ রান নেওয়ার সময় সুনীল গাভাসকরকে বেআইনিভাবে আটকানোর চেষ্টা করেছিলেন ইংল্যান্ড পেসার জন স্নো। পরে এক টেস্টের জন্য নির্বাসিত হন তিনি।
১৯৭৫-এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে মাইকেল অ্যাঞ্জেলো নামের একজন উলঙ্গ অবস্থায় মাঠে ঢুকে পড়েছিলেন।
লর্ডসের মাঠে প্রথম বল-বিকৃতি কাণ্ডে ধরা পড়েছিলেন মাইক আথারটন।১৯৯৪-তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনি বিতর্কে জড়িয়েছিলেন।
ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি হয়েছিল লর্ডসে।