লর্ডসের ঐতিহাসিক মাঠে ঘটে যাওয়া এই স্মরণীয় ঘটনাগুলো মনে আছে?

Thu, 09 Aug 2018-4:03 pm,

জাহির খান চোট পাওয়ায় বল করলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১-তে ওই ম্যাচের দুই ইনিংসে ১০ ওভার বল করেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি।

ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসনের বাউন্সার মুখে লাগে অজি ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের। সালটা ২০০৫।

১৯৭১-এ রান নেওয়ার সময় সুনীল গাভাসকরকে বেআইনিভাবে আটকানোর চেষ্টা করেছিলেন ইংল্যান্ড পেসার জন স্নো। পরে এক টেস্টের জন্য নির্বাসিত হন তিনি।

১৯৭৫-এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে মাইকেল অ্যাঞ্জেলো নামের একজন উলঙ্গ অবস্থায় মাঠে ঢুকে পড়েছিলেন।

লর্ডসের মাঠে প্রথম বল-বিকৃতি কাণ্ডে ধরা পড়েছিলেন মাইক আথারটন।১৯৯৪-তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনি বিতর্কে জড়িয়েছিলেন।

ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি হয়েছিল লর্ডসে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link