প্রকৃতিই যখন পোশাক, লজ্জা কিসের!
অরূপ রতন ধরা পড়েছে তাঁর হাতের ছোঁয়ায়। নিঁখুত ফেবরিকের কাজ, অভিনব ভাবনা আর প্রকৃতির অকৃত্রিম মিশেল এমনভাবে ফরাসি ডিজাইনার সিলভি ফ্যাকন তাঁর কাজে তুলে ধরেছেন, তা সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। এই মুহূর্তে তাঁর এইসব কাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গোটা লাইব্রেরি যেন তার শরীরে থাকে থাকে সাজানো।
পোশাক নয় এ যেন খোলা বইয়ের পাতা।
ফ্যাকনের ডিজাইনে আদি ফরাসি শিল্পের ছায়া ফুটে উঠেছে।
কয়েকশো বছরের পুরনো শহরকে যেন বয়ে নিয়ে চলেছেন তিনি।
এই ভায়োলিনে সুর তোলা যায় কিনা জানা নেই, তবে ঝড় তোলা যায় দেখে নিশ্চিত।
ভয়োলিন তন্বী...এ যেন সুরের মায়া সারা শরীরে
মহিলার পোশাকে প্রকৃতির মিশেল এমন ভাবে ঘটিয়েছে ফ্যাকন, যেন মনে হচ্ছে সত্যি সত্যি যেন প্রকৃতির দুহিতা সে।
এই পোশাকও প্রকৃতির এক মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছে...
ফুলের ডালি সুদ্ধ উল্টো বেতের ঝুড়ির পোশাকও হতে পারে কখনও কি ভেবেছেন? আপনাকে ভাবিয়েছে না ফ্যাকন!