কবে থেকে শুরু বাংলা সিরিয়ালের সম্প্রচার? বৃহস্পতিবারের বৈঠকে কি মিলবে সমাধানসূত্র?
প্রযোজক-আর্টিস্ট ফোরাম দ্বন্দ্ব কি এবার মিটবে? মেগা সিরিয়ালের টাটকা সম্প্রচার কি ফের শুরু হবে? এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে বৃহস্পতিবার।
সব পক্ষকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বান জানাল টেলি অ্যাকাডেমি। মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে আলোচনা হবে টেকনিশিয়ান স্টুডিওয়। বৈঠকে থাকছেন তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান সচিবও।
বকেয়া পারিশ্রমিক, ঘণ্টা বেঁধে কাজ-সহ একাধিক দাবিতে শনিবার থেকে বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিংয়ের ঝাঁপ বন্ধ।
সমাধান সূত্র পেতে রবিবার আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের বৈঠক হয়। তবে ধর্মঘট তোলেননি ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।
আর্টিস্ট ফোরামের দাবি, তাঁদের কাজের সময়সীমা বাঁধা নেই। দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে হচ্ছে। অথচ অতিরিক্ত সময়ের পারিশ্রমিক মিলছে না।
অভিযোগ, টেকনিশিয়ানদের অনেক টাকা বকেয়া রয়েছে। অথচ সেই বকেয়া এখনও মেটাননি প্রযোজকরা। প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে পারিশ্রমিক মেটাচ্ছেন না প্রযোজকরা।
বৃহস্পতিবার বৈঠকে সমাধানসূত্র মিললে কবে থেকে ফের দেখা যাবে সিরিয়ালের নতুন পর্ব?
বৃহ্স্পতিবার দুপক্ষ সম্মত হলে শুক্রবার থেকেই শুরু হতে পারে শ্যুটিং। সেক্ষেত্রে শনিবার বা রবিবার থেকে নতুন পর্ব দেখতে পারবেন না দর্শকরা। আবার প্রযোজকরা এপিসোড ব্যাঙ্কিং করে রাখতে চাইলে সোমবার থেকে শুরু হতে পারে নতুন পর্বের সম্প্রচার।