Depression: কোথায় অবস্থান করছে নিম্নচাপ? কতদিন চলবে দুর্যোগ?
সন্দীপ প্রামাণিক: ঝাড়খন্ডের উপর থেকে সরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকায়। খুবই ধীরে ধীরে সরছে সিস্টেমটি।
আগামী ৪৮ ঘণ্টায় একটু দুর্বল হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আগামিকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও কলকাতায়।
আগামিকাল ৫ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কোচবিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে।
ভারী বৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহারে ও আলিপুরদুয়ারেও। বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারের থেকেও বেশি ।
৬ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। পাহাড়ের কিছু কিছু জায়গায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।
লাল সর্তকতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কমলা সতর্কতা রয়েছে কালিম্পংয়ে।
৬ তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি করতে শুরু করবে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।
উত্তরে প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই সিকিমে তিস্তায় হড়পা বান নেমেছে। যারফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরবঙ্গে।