বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে পারে কোন চারটি দেশ! বেছে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এবার ফেভারিট কোন দল! সেমিফাইনাল খেলতে পারে কারা! এসব নিয়ে ভবিষ্যদ্বাণী চলছেই। আর এবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে এমন চারটি দল বেছে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এবার বিশ্বকাপে খেলবে ১০টি দল। রাউন্ড রবিন লিগে খেলা হবে। সৌরভ তাই মনে করেন, এবার বিশ্বকাপ বেশ জমজমাট হবে। কারণ প্রতিটি দলকেই একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল নিয়ে আশাবাদী সৌরভ। বলাবাহুল্য, কোহলির দলকে তাই তিনি ফেভারিট হিসাবেই ধরছেন।
সৌরভ বললেন, "সেমিফাইনালের চারটি দল হিসাবে আমি বেছে নেব ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে। আর এটাও বলে রাখব, বিরাট কোহলির দল অবশ্যই খেতাব জয়ের অন্যতম দাবিদার।"
বিশ্বকাপের ফরম্যাট নিয়ে সৌরভের বক্তব্য, "এবার সব থেকে জমজমাট বিশ্বকাপ হবে। সহজ বা কঠিন প্রতিপক্ষ বলে কিছু থাকবে না। সবাইকে সবার বিরুদ্ধে খেলে সেমিফাইনালে উঠতে হবে। ফলে হাড্ডাহাড্ড লড়াই হবে।"