জিএসটির হার কমায় সস্তা হচ্ছে কোন কোন জিনিস, জেনে নিন
৩৩টি পণ্যে জিএসটির হার কম করার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। এর ফলে দাম কমছে একাধিক পণ্যের। শুধুমাত্র বিলাসবহুল পণ্যগুলির উপরই ২৮ শতাংশ পরিষেবা কর চাপানো হবে। বাকি ৯৯ শতাংশের ক্ষেত্রে ১৮ বা তার কম কর নেওয়া হবে। এক্ষেত্রে কর ১৮ শতাংশ থেকে কমে ১২ ও ৫ শতাংশ হয়ে যাচ্ছে।
জিএসটির হার কমছে পাওয়ার ব্যাঙ্ক, লিথিয়াম ব্যাটারি, ভিডিও গেম, খেলার ছোট সরঞ্জাম, প্রতিবন্ধীদের ব্যবহৃত সরঞ্জামে। এদের ২৮ শতাংশ স্ল্যাবের বাইরে রাখা হয়েছে।
অটোমোবাইল পার্টসের ৩টি ও সিমেন্ট শিল্পের ৬টি পণ্যের ওপর থেকে জিএসটি কমছে।
১০০ টাকার কম দামের সিনেমার টিকিটের দামে জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হচ্ছে। ফলে দাম কমতে পারে সিনেমার টিকিটের।
৩২ ইঞ্চি টিভির ওপরে জিএসটির হার কমছে।
তীর্থযাত্রীদের বিমান ভাড়ায় সাধারণ শ্রেণিতে ৫ শতাংশ ও বিজনেস শ্রেণিতে ১২ শতাংশ কম করা হচ্ছে।
থার্ডপার্টি ইনস্যুরেন্সের ক্ষেত্রে জিএসটির হার ১২ শতাংশের কম করা হচ্ছে। ফলে প্রিমিয়ামের জন্য টাকা কম লাগবে।