২০১৯ বিশ্বকাপের দল থেকে ২০০৩ সালের বিশ্বকাপ দলে কাকে নিতেন সৌরভ, জেনে নিন
বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল-এ মায়াঙ্ক আগরওয়ালকে একটি সাক্ষাত্কার দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানেই নানা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে সৌরভ গাঙ্গুলি তিন ক্রিকেটারের নাম বললেন যাঁরা তাঁর ২০০৩ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেলেও পেতে পারতেন।
বিরাট কোহলি: ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দলে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন সৌরভ। বিরাট কোহলিকে মিডল অর্ডারেই ব্যাটিং করতে পাঠাতেন।
রোহিত শর্মা: ২০১৯ বিশ্বকাপের সর্বাধিক রান স্কোরার রোহিত শর্মাকেও তাঁর ২০০৩ সালের বিশ্বকাপ দলে রাখার কথা বলেছেন সৌরভ। তবে হিটম্যানকে ওপেনার হিসেবে নয় তাঁর দলে মিডল অর্ডারেই ব্যাট করতে হত।
জশপ্রীত বুমরাহ: দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ২০০৩ সালের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার পিচের কথা মাথায় রেখে বাউন্স আর সুইংয়ের জন্য বুমরাহকেই দলে নিতেন সৌরভ।