ট্রেনের অপেক্ষায় আপনি প্ল্যাটফর্মে, আর উপভোগ করুন ‘ফিশ স্পা’! বাংলায় প্রথম এই স্টেশনে বিশেষ ব্যবস্থা
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্যের একমাত্র আন্তর্জাতিক রেল স্টেশন হল কলকাতা। কিন্তু এই স্টেশন নিয়েই যাত্রীদের অভিযোগ দীর্ঘ দিনের। ভালো কোনও ওয়েটিংরুম নেই। লাগেজ নিয়ে ট্রেনের জন্য কয়েক ঘণ্টা যদি অপেক্ষা করতে হয় তাহলেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
যাত্রীদের সেই হয়রানি দূর করতে কলকাতা স্টেশনে তৈরি হল এক আন্তর্জাতিক মানের ওয়েটিংলাউঞ্জ।।
কী নেই তাতে? আলাদা করে ঘেরা শোওয়ার জায়গা, লাইব্রেরি, রিক্লাইনার, ডাইনিং স্পেস, বেবি ফিডিং রুম, লকার এছাড়া বসে অপেক্ষা করার জায়গা।
এখানেই শেষ নয়। কারণ লাউঞ্জে রয়েছে ফিশ স্পা। মানে জলে আপনি পা ডুবিয়ে রাখবেন, মাছে আপনার পা পরিষ্কার করে দেবে।
রয়েছে সেলুন। আর ক্লান্ত শরীরকে তরতাজা করে তুলতে থাকছে বডি ম্যাসাজ চেয়ার।
লকডাউন এ ট্রেন চলাচল বন্ধ। ফলে জোরকদমে কাজ চালিয়ে প্রস্তুত এই লাউঞ্জ।। চলছে ফিনিশিং টাচ। ট্রেন চলাচল শুরু হলেই নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নতুন এই লাউঞ্জ আপনার ব্যবহারের অপেক্ষায়।