দুর্লভ প্রজাতির কোবরা উদ্ধার, দেখলে চমকে যাবেন!
দুনিয়াজুড়ে বিষধর সাপদের মধ্যে অন্যতম ভারতের কোবরা। এ তো সবাই জানেন, তবে এটা কি জানেন কালো ছাড়াও দুর্লভ কোবরা মেলে এদেশে।
মধ্যপ্রদেশের বেতুলে দুর্লভ প্রজাতির কোবরা সাপ উদ্ধার করেছেন বিশেষজ্ঞরা। এই সাপটির রং সাদা ও চোখ লাল।
সারণীর ইঞ্জিনিয়ার ও সর্প বিশারদ আদিল খান জানিয়েছেন,এটি দুর্লভ প্রজাতির কোবরা সাপ। সচরাচর দেখা যায় না।
প্রথমে এই সাপটিকে দেখতে পান সারণীর নির্মাণ শ্রমিকরা। খবর পেয়ে তাঁদের কাছ থেকে সাপটি উদ্ধার করেন আদিল খান।
১০ ইঞ্চির এই সাপটি বড় হলে ৬-৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
দুর্লভ সাপটিকে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে ভোপাল। আদিল জানিয়েছেন, জিনগত সমস্যার কারণে এটির রং সাদা।
সর্প বিশারদরা মনে করছেন, সঠিকভাবে প্রজননের ব্যবস্থা করা হলে এই সাপে পরবর্তী প্রজন্ম সাদা রঙের হতে পারে।
কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, বাংলার সুন্দরবন ও অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিং কোবরা সাপের বিচরণ ক্ষেত্র।
জার্মান ওয়েবসাইট ডিডব্লর সমীক্ষায় দাবি করা হয়েছে, সাপের কামড়ে সবচেয়ে মৃত্যু হয় ভারতেই। প্রতিবছর এদেশে প্রায় ৪৬,০০০ লোক মারা যান। গোটা বিশ্বে প্রতিবছর সাপের কামড়ে ৮১,০০০ থেকে ১,৩৮,০০০ লোকের মৃত্যু হয়।