Covid Tsunami: বিশ্বজুড়ে কোভিড `সুনামি`র আশঙ্কা, চরম সতর্কবার্তার মধ্যেই আশার বাণী শোনাল WHO
নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে আছড়ে পড়তে পারে কোভিড 'সুনামি'। ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্য়বস্থা। আশঙ্কাবাণী শোনালেন WHO প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তাঁর সতর্কবার্তায় বলেন, ওমিক্রনের সংক্রমণের হার অত্যন্ত বেশি। ফলে ডেল্টা আর সেইসঙ্গে এখন ওমিক্রন, বিশ্বজুড়ে আছড়ে পড়তে পারে কোভিড 'সুনামি'।
WHO প্রধান আরও জানিয়েছেন যে, এক সপ্তাহের মধ্যে সারা বিশ্বে ৬.৫ মিলিয়ন কেস নথিভুক্ত হয়েছে। প্রায় ১১ শতাংশ বেড়েছে কেস। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী ভারতে সেকেন্ড ওয়েভে যত কেস হয়েছিল, তার থেকে ৪-৫ গুণ বেশি কেস এক সপ্তাহে হয়েছে বিশ্বে। ফলে পরিস্থিতি যে ক্রমশ আরও উদ্বেগজনক হচ্ছে তা বলাই বাহুল্য।
তবে আশার কথা একটাই যে, করোনার নয়া ভ্যারিয়ান্টের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন। ওমিক্রন রুখতে ভ্যাকসিন কার্যকর হবে বলেও জানিয়েছে WHO।
অর্থাৎ, যাদের ডবল ডোজ নেওয়া রয়েছে, কোভিড বিধি মেনে চললতে তাঁরা অনেকটাই সুরক্ষিত থাকবেন।
WHO প্রধান আরও জানিয়েছেন যে, আগামী বছরের মাঝামাঝি এই অতিমারী থেকে মুক্তি মিলতে পারে বিশ্বের।