অত্যন্ত নিম্নমানের! বহু শিশু মৃত্যুর পর দেশি ২ কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা WHO-র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নিম্নমানের'। ভারতের বহুল প্রচলিত ২ কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উজবেকিস্তানে শিশুদের মৃত্যুর পরই এই সতর্কবার্তা জারি করেছে WHO।
WHO জানাচ্ছে, দুটি ভারতীয় কাশির সিরাপ- AMBRONOL সিরাপ ও DOK-1 Max সিরাপ গুণগত মানের দিক থেকে নিম্নমানের।
প্রসঙ্গত, নয়ডার কোম্পানি মারিয়ন বায়োটেকের তৈরি এই দুটি সিরাপ।
গত ২২ ডিসেম্বর এই সিরাপ দুটি প্রসঙ্গে অভিযোগ করে উজবেকিস্তান।
উজবেকিস্তান অভিযোগ করে, এই দুই সিরাপ খাওয়ার ফলে সে দেশে ১৮ শিশুর মৃত্য়ু হয়েছে।