Adriana Lima: মেসি-এমবাপেদের মঞ্চ কেঁপেছে লিমার লাস্যে, সুপারমডেলকেই বিশেষ কাজ দিয়েছে ফিফা!

Subhapam Saha Wed, 01 Mar 2023-7:44 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদ্রিয়ানা লিমা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সম্প্রতি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। ব্রাজিলিয়ান সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে জিয়ানি ইনফ্যান্টিনো অ্যান্ড কোং করেছে প্রথম ফিফা গ্লোবাল ফ্যান অ্যাম্বাসেডর। ফিফায় লিমার অন্তর্ভুক্তি নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দিয়েছেন সাধুবাদ, কেউ আবার করেছেন সমালোচনা।

ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে ইনফ্যান্টোনির সঙ্গে লিমা 

১৯৮১ সালের ১২ জুন সালভাদোরে জন্মানো লিমার বয়স এখন ৪১। ১৯৯৭ সালে লিমা ব্রাজিল ছেড়ে চলে আসেন নিউ ইয়র্কে। মার্কিন মুলুকে পা রাখার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এলিট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন লিমা। ফ্যাশন ডিজাইনার আনা সুইয়ের হয়ে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটাই ছিল তাঁর বড় মাইলস্টোন। এরপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। জিকিউ, এল, হার্পার বাজার ও গারাজের কভার হয়েছেন তিনি।

 

আদ্রিয়ানা লিমা ফেন্ডি, ভেরা ওয়াং, ক্রিস্টিয়ান ডিওর, মিউ মিউ-র মতো ডিজাইনারদের জন্য মার্জার সরণিতে ঝড় তুলেছেন। ভিক্টোরিয়া'স সিক্রেট আইকনদেরই একজন তিনি।

 

আদ্রিয়ানা এক অদ্ভুত কারণে মডেলিংয়ে এসেছিলেন। এক বন্ধুকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্য তিনি মডেলিংয়ে এসেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ফোর্ডের সুপারমডেল অফ ব্রাজিল খেতাব জিতেছিলেন লিমা।  

 

২০০৬ সালে লিমা ছিলেন বিশ্বের পঞ্চম হায়েস্ট মডেল। ২০০৭-০৮ সালে তিনি চলে আসেন তালিকায় চারে। ২০১২ সালে লিমা সুপার বোলের হয়ে দু'বার বিজ্ঞাপন করেছিলেন।

২০০৬ সালে লিমা ছিলেন বিশ্বের পঞ্চম হায়েস্ট মডেল। ২০০৭-০৮ সালে তিনি চলে আসেন তালিকায় চারে। ২০১২ সালে লিমা সুপার বোলের হয়ে দু'বার বিজ্ঞাপন করেছিলেন।

 

লাস্যময়ী মডেল লিমা ২০০৩ সালে মেবিলিনের স্পোকসমডেল হয়েছিলেন। ২০১৪ সালে এই একই পদ পান তিনি।  

 

আদ্রিয়ানা ২০০১ সালে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন। 'ওসেন'স এটই' ও 'ওয়ান্ডার বয়'তে অভিনয় করেন তিনি।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link