Who is Anshul Kamboj? অতীতে পেরেছেন মাত্র দু`জন! এবার করে দেখালেন হরিয়ানার পেসার, শুক্রে লেখা হল ইতিহাস...
সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে নজির গড়ার দু'মাসের মধ্য়ে রঞ্জি ট্রফিতে ইতিহাস। ফের চর্চায় হরিয়ানার ২৩ বছরের প্রতিভাবান জোরে বোলার অনশুল কম্বোজে। শুক্রবার লাহলির, চৌধুরী বাঁশি লাল ক্রিকেট স্টেডিয়ামে, অনশুল কেরালার বিরুদ্ধে এক ইনিংসে একাই তুলে নিলেন ১০ উইকেট! ৪৯ রান দিয়ে 'পারফেক্ট টেন' তাঁর। অনশুল আগুনে খেলার তৃতীয় দিনে হরিয়ানা ২৯১ রানে গুটিয়ে দিল কেরালাকে।
ঐতিহ্য়বাহী প্রথম শ্রেণির টুর্নামেন্টে এর আগে মাত্র ২ জন ক্রিকেটার এক ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছেন। প্রেমাংশু চট্টোপাধ্য়ায় বাংলার হয়ে অসমের বিরুদ্ধে ১৯৫৬-৫৭ সালে ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর ১৯৮৫-৮৬ সালে প্রদীপ সুন্দরম রাজস্থানের হয়ে বিদর্ভের বিরুদ্ধে ৪৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর অনশুলের সুবাদে লেখা হল এই ইতিহাস।
ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে অনশুল প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নিলেন
অনশুল চলতি বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক করেছেন। তিন ম্য়াচে নিয়েছেন দুই উইকেট। হরিয়ানাকে ২০২৩-২৪ মরসুমে বিজয় হাজারে ট্রফি জেতাতে বিরাট অবদান রেখেছিলেন। ১০ ম্য়াচে নিয়েছিলেন ১৭ উইকেট। চলতি রঞ্জি ট্রফিতে এই মুহূর্তে হরিয়ানার দ্বিতীয় উইকেট শিকারি। ৩ ম্য়াচে ৯.৮৮-এর গড়ে ১৭ উইকেট নিয়েছেন।
অনশুল কম্বোজ সম্প্রতি 'ইন্ডিয়া এ'র হয়ে এমার্জিং এশিয়া কাপে চার উইকেট নিয়েছেন তিন ম্য়াচে। পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্য়াচের সেরা। চলতি বছর দলীপ ট্রফিতে 'ইন্ডিয়া সি'র হয়ে খেলে পাঁচ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন। 'ইন্ডিয়া বি'র বিরুদ্ধেই তাঁর সেরা পরিসংখ্য়ান ছিল ৮/৬৯।
দলীপ ট্রফিতেও নজির গড়েছিলেন অনশুল। দেশের তৃতীয় জোরে বোলার হিসাবে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন। এর আগে দেবাশিস মোহান্তি এবং অশোক দিন্দার দলীপের এই ইনিংসে ৮ বা তার বেশি উইকেট ছিল।