Meet Saurabh Netravalkar: আমেরিকার নায়ক সৌরভ, মুম্বইয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাক বধে চর্চায় `ভারতীয়`!

Fri, 07 Jun 2024-1:53 pm,

ডালাসের গ্র্য়ান্ড প্রেরি স্টেডিয়াম দেখল আমেরিকা বনাম পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্য়াচ। চলতি কাপযুদ্ধের প্রথম সুপার ওভারের ম্য়াচে শেষ হাসি হাসল আমেরিকা। আর এই ম্য়াচে 'সুপার ওভার হিরো' হয়ে সবার নজর কেড়েছেন সৌরভ নেত্রভালকর।

ডালাসের গ্র্য়ান্ড প্রেরি স্টেডিয়াম দেখল আমেরিকা বনাম পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্য়াচ। চলতি কাপযুদ্ধের প্রথম সুপার ওভারের ম্য়াচে শেষ হাসি হাসল আমেরিকা। আর এই ম্য়াচে 'সুপার ওভার হিরো' হয়ে সবার নজর কেড়েছেন সৌরভ নেত্রভালকর।

টস হেরে প্রথমে ব্য়াট করে পাকিস্তান তুলেছিল ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে আমেরিকা তিন উইকেটে তুলে দেয় এই রান। ম্য়াচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে অ্যারন জোন্স ও হরমিত সিংয়ের সামনে হতশ্রী বোলিং করে ১৮ রান দেন মহম্মদ আমির। আমেরিকার বাঁহাতি পেসার সৌরভ বাকিটা বুঝে নেন। ১৯ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ১ উইকেট তুলতে পেরেছিল ১৩ রান। সুপার ওভারে ব্যাট করেছিলেন ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাহদাব খানরা। এই পারফরম্য়ান্সের পরেই আলোচনায় সৌরভ। 

 

১৯৯১ সালের ১৬ অক্টোবর মুম্বইতে জন্মান সৌরভ। জন্মসূত্রে তিনি ভারতীয়। এমনকী ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ভারতের জার্সিতেই খেলেছেন। যে কোনও পিচে সৌরভের পেস ও বাউন্স আলাদাই কথা বলে। পাকিস্তানের বিরুদ্ধে সেটাই করে দেখালেন তিনি। 

সৌরভ রঞ্জিও খেলেছেন মুম্বইয়ের হয়ে। কেএল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, হর্ষল প্য়াটেল, জয়দেব উনাদকাট ও সন্দীপ শর্মা তাঁর সতীর্থ ছিলেন। বোঝাই যাচ্ছে সৌরভের সঙ্গে ভারত এবং ভারতীয় ক্রিকেটারদের কানেকশন ঠিক কেমন!

একটা সময়ের পর ভারতীয় ক্রিকেটে নিজের ভবিষ্য়ৎ দেখতে না পেয়ে সৌরভ চলে যান আমেরিকায়। বেছে নেন পড়াশোনা। কর্নেল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। এমএ ডিগ্রি হাতে নিয়েই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দুরন্ত চাকরি বাগিয়ে নেন 'ওরাকল'-এ! বিশ্বের প্রথম সারির টেক ফার্মের মধ্য়েই পড়ে ওরাকল। একডাকেই চেনেন সকলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ক্রিকেটার হিসেবেও পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন সৌরভ।

 

বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটার সূর্যকুমার যাদব। তিনিও খুশি সৌরভ ও আমেরিকার আরেক 'ভারতীয়' বংশোদ্ভূত ক্রিকেটার হরমিত সিংয়ের জন্য়। সূর্য ইনস্টায় আবেগি পোস্ট করলেন তাঁদের নিয়ে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link