মাঠের পারফরম্যান্স যেমনই হোক, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় কে কোথায় দাঁড়িয়ে?
প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তায় তিনি পিছনে ফেলে দিয়েছেন বাকিদের। তাঁর ধারেপাশেও নেই কেউ। বিরাটের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১১৬ মিলিয়ন, ফেসবুকে ৪৬ মিলিয়ন, টুইটারে ৪২ মিলিয়ন মানুষ তাঁকে অনুসরণ করেন। অনুষ্কাকে নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েছেন তিনি। ট্রোলারদের জবাবও দেন কড়া ভাষায়।
দ্বিতীয় স্থানে সচিন তেন্ডুলকর। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২৯.১ মিলিয়ন, ফেসবুকে ২৭ মিলিয়ন, টুইটারে ৩৫ মিলিয়ন। মাস্টার ব্লাস্টার তাঁর সোশ্যাল মিডিয়াকে সবথেকে বেশি ব্যবহার করেন ক্রিকেটিয় কারণে।
তৃতীয় স্থানে রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে তাঁকে ও বিরাটকে নিয়ে যতই সমানে সমানে আলোচনা হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফ্যানেদের কাছে জনপ্রিয়তায় তিনি বিরাটের থেকে বেশ কিছুটা পিছিয়ে। তাঁর ফলোয়ার ইনস্টাগ্রামে ১৮.৮ , ফেসবুকে ১৯ মিলিয়ন, টুইটারে ১৮.৯ মিলিয়ন।
চতুর্থ স্থানে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ৩ মিলিয়ন অনুরাগী, ফেসবুকে ২০ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ৮.২ মিলিয়ন। ধোনির সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রাখেন তাঁর কন্যা জীভা।
পাঁচ নম্বর স্থানটি দখল করেছেন সুরেশ রায়না। তাঁর পারফরম্যান্স, তাঁর সামাজিক কাজ তাঁকে ফ্যানেদের নয়নের মণি করে রেখেছে। ইনস্টায় তাঁকে অনুসরণ করেন ১৫.৯ মিলিয়ন, ফেসবুকে ৬.১ মিলিয়ন এবং টুইটারে ১৮.৭ মিলিয়ন।
ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া। ক্রিকেট মাঠে তাঁর সাফল্যের পাশাপাশি 'কফি উইথ করণ' অনুষ্ঠানে বসে তাঁর বেলাগাম জবাব তাঁকে ও কে এল রাউলকে ভারতীয় দল থেকে অপসারিত করে। পরে ক্ষমা চেয়ে দলে ফেরেন। সম্প্রতি নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছেন, ছোট্ট এক ছেলের বাবাও হয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়াতে কেবল সুখী অভিভাবকত্বের ছবি। ইনস্টায় তাঁকে ফলো করেন ১৮.৩ মিলিয়ন, ফেসবুকে ১০ মিলিয়ন, টুইটারে ৬.৭ মিলিয়ন।
সপ্তম স্থানে ক্যানসারজয়ী আইকন যুবরাজ সিং। তাঁর জনপ্রিয়তার পিছনে ক্রিকেট মাঠে তাঁর সাফল্যের পাশাপাশি তাঁর রঙীন জীবনও অনেকাংশে দায়ী। হেজেল কিচকে বিয়ে করে সুখী সংসার পেতেছেন, জীবনের নানা ওঠাপড়তেও ভেঙে পড়েন নি। সোশ্যাল মিডিয়ায় যুবরাজের অনুরাগীর সংখ্যা, ইনস্টায় ১১ মিলিয়ন, ফেসবুকে ১৮ মিলিয়ন, টুইটারে ৫.৩ মিলিয়ন।
অষ্টম স্থানে ক্রিকেটার শিখর ধাওয়ান। তাঁর মারকুটে ইমেজ তাঁকে ফ্যানেদের মধ্যে জনপ্রিয় করেছে। ইন্স্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৮.৫ মিলিয়ন, ফেসবুকে ১৬ মিলিয়ন, টুইটারে ৫.৯ মিলিয়ন।
তালিকায় নবম স্থানে রয়েছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি। টেনিস থেকে ফ্যাশনিস্তা, অথবা বলিউডের সঙ্গে মাখামাখি থেকে পাক ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে তাঁর সম্পর্ক, সব নিয়েই অজস্র কৌতূহল। নেটমাধ্যমে তাঁর অনুরাগী ইন্সাটগ্রামে ৭.১ মিলিয়ন, ফেসবুকে ১৫ মিলিয়ন, টুইটারে ৯.২ মিলিয়ন।
দশম স্থানে ভারতীয় ক্রিকেটের সেনসেশন কে এল রাউল। তাঁর অনুগামীর সংখ্যা ইনস্টাগ্রামে ১০.১ মিলিয়ন, ফেসবুকে ৮.৯ মিলিয়ন, টুইটারে ৫.৬ মিলিয়ন।